কলকাতা

বড়বাজারের এজরা স্ট্রিটে একাধিক দোকানে আগুন

বুধবার রাত প্রায় ৮ নাগাদ কলকাতার বড়বাজার থানা এলাকার এজরা স্ট্রিটে আগুন লাগে। এজরা স্ট্রিটের ধারে টেরিটি বাজারের কাছে আগুন জ্বলে ওঠে একাধিক দোকানে। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছেছে বলে জানা গিয়েছে। কী ভাবে আগুন লাগল, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, টেরিটি বাজারের উল্টো দিকে কাঠের বাক্সের একটি গুদামে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক দোকানে। আগুনের তীব্রতায় আতঙ্কিত হয়ে পড়ছেন অন্য ব্যবসায়ীরাও। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।