জেলা

হাওড়ার থার্মোকল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু এক শ্রমিকের

হাওড়া জেলার আন্দুল রোডের আলমপুর মোড়ে ফের আগুন! শনিবার বিকেল তিনটে নাগাদ হঠাৎই দাউদাউ করে জ্বলে ওঠে একটি থার্মোকলের থালা-বাটি তৈরির কারখানা। কারখানার ভিতরেই মৃত্যু এক শ্রমিকের। মৃতের নাম আকাশ হাজরা, বাড়ি উলুবেড়িয়ার তুলসীবেড়িয়া রাজপুর থানার অন্তর্গত এলাকায়। ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে দমকলের তিনটি ইঞ্জিন। বহু চেষ্টা করেও আকাশকে বাঁচানো যায়নি। মৃত্যু ঘিরে এলাকায় চরম উত্তেজনা। কারখানার সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন, মৃতদেহ আটকে রাখা হয়। উঠে আসে প্রশ্ন- “বারবার আগুন লাগার পরও প্রশাসন কী করছে?” কারখানায় আগুন নতুন কিছু নয়! প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে কোনও রকম নিরাপত্তার ব্যবস্থা ছাড়াই চলছে কারখানা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই কারখানায় আগুন লাগা এখন নিয়মিত ঘটনা। বিশেষত গরমকালে, যখন থার্মোকলের থালা-বাটি তৈরির মেশিন অতিরিক্ত তাপে কাজ করে, তখনই ছড়িয়ে পড়ে আগুন। গোটা এলাকা গ্যাস ও ধোঁয়ায় ভরে ওঠে। বহুবার আগুন লাগার পরেও কেন এই বিপজ্জনক কারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়, তা নিয়ে প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলছেন স্থানীয়রা। শর্ট সার্কিট থেকে না অন্য কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। কারখানায় বিপুল পরিমাণ দাহ্য বস্তু মজুত ছিল বলেও অনুমান দমকলকর্মীদের। কীভাবে আগুন লাগল, কীভাবে তা ভয়াবহ আকার ধারণ করল, তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ।