দেশ

গুজরাতের আহমেদাবাদের বাসে আগুন, চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা

গুজরাতের আহমেদাবাদের মেমনগর স্টেশনের বাসচালকের তৎপরতায় প্রাণ বাঁচল ২৫ জন যাত্রীর ৷ অল্পের জন্য আগুনে জীবন্ত পুড়ে মরার হাত থেকে রক্ষা পেলেন তাঁরা ! বাসের চালক জানিয়েছেন, হঠাৎই তিনি লক্ষ্য করেন চলন্ত বাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছ ৷ বাসটিতে যাত্রীরা থাকায় কোনও ঝুঁকি নেননি ওই ব্যক্তি ৷ মেমনগর বাসস্ট্য়ান্ডে বাস থামিয়ে দেন তিনি ৷ ততক্ষণে ধোঁয়ার পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ চালক বুঝতে পারেন, বাসের ইঞ্জিনে আগুন ধরেছে ৷ তাঁর অনুমান, শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে ৷ এরপরই যাত্রীদের দ্রুত বাস থেকে নেমে যেতে বলেন চালক ৷ কোনও বড় অঘটন ঘটার আগেই বাস খালি করে দেন যাত্রীরা ৷ খবর পাঠানো হয় দমকলে ৷ কিছুক্ষণের মধ্য়েই দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায় ৷ ততক্ষণে অবশ্য দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে বাসটি ৷ঘটনাস্থলে পৌঁছেই আগুন নেভাতে তৎপর হয়ে পড়েন দমকলকর্মীরা ৷ তাঁদের সকলের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে ৷ পরে সেটি পুরোপুরি নিভে যায় ৷ যদিও ততক্ষণে পুরো বাসটিই ভস্মীভূত হয়ে যায় ৷