বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় পরামর্শ দেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র মাধ্যমে ওপার বাংলা থেকে আসা শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আগে যেন পুরুষদের গোপনাঙ্গ পরীক্ষা করে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় সেই নিদান দেন তিনি। আর তাঁর সেই মন্তব্যকে ঘিরে শুরু হয়ে যায় ব্যাপক বিতর্ক। ওয়াকিবহালমহলের একাংশ মনে করছে, এই ধরনের মন্তব্য আসলে মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষদের আলাদা করে চিহ্নিত করার জন্যই করেছেন তথাগত রায়। উল্লেখ্য, ইসলাম ধর্মে সুন্নৎ প্রথা রয়েছে। আর সেই কারণেই তাঁর এই পরামর্শ বলে মনে করা হচ্ছে। তাঁর বক্তব্য অনুযায়ী, পুরুষদের পরিচয় চিহ্নিত করা গেলেই মহিলাদের নাগরিকত্ব দিয়ে দেওয়া যেতে পারে। এবার তাঁর সেই মন্তব্যের বিরুদ্ধে তথাগত রায়ের বাড়ি ঘেরাও করার ডাক মতুয়া সম্প্রদায়ের একাংশের। আজ মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ লেক গার্ডেন্সে তথাগত রায়ের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।