পরিবহণ দফতরের নির্ধারিত ভাড়ার থেকে বেশি বাস ভাড়া নেওয়াকে তোলাবাজি বললেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম । কেউ যদি অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হন তাহলে তাঁকে পুলিশেই অভিযোগ জানাতে বললেন তিনি । সেই অভিযোগের ভিত্তিতেই পরিবহণ দফতর সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবে । এদিন টক টু মেয়র অনুষ্ঠানে পৌর পরিষেবা সংক্রান্ত সমস্যার পাশাপাশি বেসরকারি বাসের অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ জানান জনৈক নাগরিক। সেই অভিযোগের জবাবে ফিরহাদ হাকিম বলেন, “যদি অতিরিক্ত ভাড়া চান কন্ডাক্টর, তাকে ভাড়া দিয়ে টিকিটটা নিন। তারপর যেখানে নামবেন ধারে কাছে থানা দেখে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করুন । সেই অভিযোগের রিসিভ কপি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন । আমি পরিবহণ দফতরের আধিকারিকদের বলব, সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ।”