কলকাতা

তারের জট সরাতে কেবল অপারেটরদের কড়া বার্তা মেয়রের

শহরের মুখ ঢেকেছে কেবলের তারের জটলায়। আর এই তারের জটলার কারণে দুর্ঘটনাও ঘটছে । সেইসঙ্গে শহরজুড়ে যথেচ্ছ দৃশ্য দূষণ হচ্ছে । একাধিকবার তারের জটলা পরিষ্কার করা নিয়ে কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক করলেও তার কোনও ফল মেলেনি । এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ফের কেবল অপারেটরদের সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। ৮-১০ দিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে এই তারের জটলা । নির্দিষ্ট সময়ের মধ্যে তার না-সরালে পুরসভা তার কেটে শহর পরিষ্কারের ব্যবস্থা করবে । আজ এমনটাই জানিয়েছেন মেয়র ফিরদাহ হাকিম । এই বৈঠকে উপস্থিত অল বেঙ্গল কেবল এন্ড ব্রডব্যান্ড ফোরামের সম্পাদক চন্দ্রনাথ পাইন জানান, মেয়র চাইছেন শহরে সৌন্দর্যায়ন । এই নিয়ে আগেও আমরা বৈঠক হয়েছে । ছোট ছোট ব্যবসায়ী যারা অলিগলিতে কাজ করে তাদের লাইনগুলো দেওয়ার জন্য কোম্পানি যে তার টেনেছে সেগুলো থেকে জটলা হয়েছে । আমরা প্রতিদিন অল্প অল্প করে অপ্রয়োজনীয় তার কেটে দিচ্ছি । পরিত্যক্ত কেবল লাইনগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মেয়র । কীভাবে এই পরিষ্কার কাজ হবে তা নিয়ে একটা প্রস্তাব দিতে বলেছেন মেয়র । তবে যারা অনুমতি না-নিয়ে এই কেবল অপারেটিং এর ব্যবসা চালাচ্ছে, তার ফেলছে যথেচ্ছ সেই গুলো কিন্তু কেটে দেওয়া হবে । তিনি চান আকাশ পরিষ্কার থাকবে তারের জট দেখা যাবে না।