দেশ

ত্রিপুরায় বাংলাদেশ হাই-কমিশনে হামলায় গ্রেফতার ৭, সাসপেন্ড ৪ পুলিশকর্তা

 ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের উপর হামলার জের ৷ নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাস ও অন্যান্য কূটনৈতিক ভবনের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত ৷ সেই সঙ্গে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একটি বিবৃতিও পেশ করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হয়েছে ৷ পাশাপাশি, 4 পুলিশকর্তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে ৷ বিবৃতিতে বলা হয়েছে, “আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্টেন্ট হাই কমিশনে ভাঙচুরের ঘটনা কোনও মতেই কাম্য নয় ৷ ঘটনাটি গভীরভাবে দুঃখজনক । কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি কোনও অবস্থাতেই প্রতিবাদের লক্ষ্য হত পারে না ৷ এই আবহে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং দেশে তাদের ডেপুটি হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থায় জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ।”

https://twitter.com/MEAIndia/status/1863554926741516744