দেশ বিদেশ

Mehul Choksi: ১৪ হাজার কোটির ব্যাংক প্রতারক মেহুল চোকসিকে ভারতে ফেরাতে তৎপর মোদি সরকার!

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রায় ১৪ হাজার কোটি টাকা দেনা না মিটিয়েই দেশ ছেড়ে পালিয়েছেন শিল্পপতি মেহুল চোকসি। তাঁকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই এবং ইডি। এতদিন জানা ছিল, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে বসবাস করছেন মেহুল। কিন্তু সম্প্রতি সস্ত্রীক মেহুলকে বেলজিয়ামের অ্যান্টর্পে দেখা গিয়েছে খবর মিলতেই তাঁকে দেশে ফেরাতে তৎপরতা শুরু হয়েছে। বেলজিয়ামের সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর প্রত্যর্পণ চেয়ে বেলজিয়ামের সঙ্গে মতামত বিনিময় শুরু করেছে দিল্লি। প্রসঙ্গত, তাঁর স্ত্রী প্রীতি চোকসি বেলজিয়ামের নাগরিক। সেই সুবাদেই ২০২৩ সালের ১৫ নভেম্বর বেলজিয়ামের ‘এফ রেসিডেন্সি কার্ড’ পান মেহুল চোকসি।