কলকাতা

আগামীকাল দুপুর সাড়ে ১২টায় ফের রাজ্য সরকারের সঙ্গে বৈঠক মেট্রো কর্তৃপক্ষের

আগামীকাল ফের রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে মেট্রো আধিকারিকরা। এবারের বৈঠকে নবান্নের প্রতিনিধিরা মেট্রো ভবনে আসবেন। আগামীকাল দুপুর সাড়ে ১২টা নাগাদ এই বৈঠক হবে। মূলত যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করার বিষয় নিয়েই বৈঠক হবে। স্মার্ট গেটেই অবাঞ্ছিত যাত্রীদের আটকে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি মেট্রো স্টেশনে নির্দিষ্ট সংখ্যক যাত্রী সুনিশ্চিত করতে নীতিগত সিদ্ধান্তও এদিন নেওয়া হবে। জানা গিয়েছে, স্মার্ট কার্ড ছাড়া কোনওভাবেই মেট্রো চত্ত্বরে ঢোকা যাবে না। এই বিষয়ে নির্দেশ পাঠানো হবে কলকাতা পুলিসের কাছেও।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রো রেল পরিষেবা শুরু হওয়ার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে। নবান্ন সূত্রে খবর, ওইদিন থেকে মেট্রো চলাচল শুরু করার জন্য রেল মন্ত্রক ও মেট্রো রলে কর্তৃপক্ষকে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী।