সোমবার বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কলকাতায় কমছে মেট্রো পরিষেবা ৷ সারাদিনে চলবে ২৩৪টি মেট্রো । আজ এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । স্বাভাবিক দিনে যতগুলি মেট্রো পরিষেবা দেওয়া হয় তার থেকে কম চলবে মেট্রো বুদ্ধ পূর্ণিমার দিন । ছুটির দিন অনেক অফিস বন্ধ থাকে । তাই যাত্রী ভিড় কিছুটা কম থাকে। অন্যদিকে করোনাকালে মেট্রো জানিয়েছিল, ছুটির দিনগুলোতে যাত্রী ভিড় এড়াতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতেই কম পরিষেবা চালানো হয় । তাই বুদ্ধ পূর্ণিমা অর্থাৎ ১৬ মে আপে ১১৭টি ও ডাউনে ১১৭টি মেট্রো চলবে । তবে ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। প্রসঙ্গত এই মুহূর্তে সপ্তাহের কাজের দিনে মোট ২৮২টি মেট্রো চলে নর্থ সাউথ করিডোরে। পরিষেবা কমলেও আগামী সোমবার মেট্রোর সময় সূচি অপরিবর্তিত থাকবে বলেই জানা গিয়েছে।
১৬ মে দিনের প্রথম পরিষেবা: দমদম থেকে কবি সুভাষ মেট্রো স্টেশন যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬ টা ৫০ মিনিটে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫০ মিনিটে । দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৬টা ৫৫ মিনিটে । দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের প্রথম মেট্রো মিলবে সকাল ৭টা ।
১৬ মে দিনের শেষ পরিষেবা: দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে ২১.২৮ মিনিটে । দমদম থেকে কবি সুভাষ যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে ২১.৪০ মিনিটে । কবি সুভাষ থেকে দমদম যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে ২১.৪০ মিনিটে । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে ২১.৩০ মিনিটে ।