কলকাতাঃ করোনা পরিস্থিতিতে কমেছে মেট্রোর যাত্রী সংখ্যাও। আর সেই কারণে এবার মেট্রোর সংখ্যা অনেকখানি কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। একইসঙ্গে কমল মেট্রো রেল পরিষেবার সময়সীমাও। সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, আগামী ৬ মে অর্থাত্ বৃহস্পতিবার থেকে ২৩৮টি বদলে সোম থেকে শুক্রবার চলবে ২১৬টি মেট্রো। শনিবার ২১৮টি পরিবর্তে চলবে ২১৬ এবং রবিবার ১০০টির বদলে ৯৮টি মেট্রো পরিষেবার জন্য চালানো হবে। আপাতত কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দিনে ১৪৯টি মেট্রো চলবে। এবার জেনে নিন, দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচি।
একনজরে দেখে নেওয়া যাক মেট্রোর বিজ্ঞপ্তি –
🔴 সোমবার থেকে শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার মেট্রো পাবেন যাত্রীরা।
🔴 দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম থেকে কবি সুভাষ মেট্রোর পরিষেবাও শুরু সকাল সাড়ে ৭টা থেকেই।
🔴 আবার রাতে ৮টা ৫৮ মিনিটের পরিবর্তে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওার মেট্রো ছাড়বে ৮টা ৪৮ মিনিটে।
🔴 দমদম থেকে কবি সুভাষ যাওয়ার শেষ মেট্রো রাত ৯টায়। আর কবি সুভাষ স্টেশন থেকে দক্ষিণেশ্বরের জন্যও শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।
🔴 শনিবারও একই সময় শুরু ও শেষ মেট্রো পরিষেবা।
🔴 রবিবার সকালে আগের মতোই সকাল ৯টায় চালু হবে মেট্রো চলাচল। আর নতুন সূচি অনুযায়ী ছাড়বে শেষ মেট্রো। করোনার জেরে যাত্রী সংখ্যা কমাতেই রেলের সংখ্যা কমানো হল।