আগামী ২২ মে রাজ্যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষা হবে। তাই পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে আগামী রবিবার সকাল ৭টায় প্রথম পরিষেবা শুরু হবে। এই দিন বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবার সংখ্যাও। কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে । আগামী রবিবার সারাদিনে চলবে মোট ১৪৬টি মেট্রো (৭৩ আপ ও ৭৩ ডাউন)। মোট পরিষেবার মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে যাতায়াত করবে ১৪১টি পরিষেবা । স্বাভাবিক সময় রবিবার সারাদিনে চলে ১২০টি মেট্রো। ওইদিন পরীক্ষার্থীদের জন্য সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় দুটি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে ১০ মিনিটের । কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য দিনের প্রথম মেট্রো সকাল ৯ টার পরিবর্তে পাওয়া যাবে সকাল ৭টায়। আবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ যাওয়ার জন্য দিনের প্রথম মেট্রো সকাল ৯ টার পরিবর্তে পাওয়া যাবে সকাল ৭টায়। আর দমদম থেকে কবি সুভাষ যাওয়ার জন্য দিনের প্রথম মেট্রো সকাল ৯ টার পরিবর্তে পাওয়া যাবে সকাল ৭টায় এবং দমদম থেকে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য দিনের প্রথম মেট্রো সকাল ৯ টার পরিবর্তে মিলবে সকাল ৭টায়। তবে দিনের শেষ পরিষেবা অন্যান্য রবিবারের সময়সূচি মেনেই যাতায়াত করবে ৷