দেশ

বাড়ছে সংক্রমণ, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিধিনিষেধ বহাল, জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

দেশে এখনও দাপট দেখাচ্ছে করোনা। বেশ কয়েকটি জেলায় সংক্রমণ ঊর্ধ্বগতি পেতে উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রও। এমতাবস্থায় দেশব্যাপী কোভিড -১৯ সংক্রমণ রুখতে ৩০ নভেম্বর পর্যন্ত বিধিনিষেধ বাড়াল কেন্দ্র। বৃহস্পতিবার শাহের মন্ত্রকের তরফে সেই নির্দেশ পৌঁছে গিয়েছে প্রত্যেক রাজ্যের মুখ্যসচিবদের কাছে। কেন্দ্রের তরফে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, দেশে এখনও একাধিক রাজ্যে বাড়ছে করোনার সংক্রমণ। এখনও বাকি উত্‍সব, তাই লাগাম হাতে রাখতেই চাইছে কেন্দ্র। দু’দিন আগেই কলকাতার করোনা গ্রাফের উর্দ্ধমুখ নিয়ে চিন্তিত ছিল কেন্দ্র। সেই মর্মে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠিও পাঠান। এছাড়াও ভারতে এই মুহূর্তে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। সেইসব দিক বিচার করেই আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হল করোনার বিধিনিষেধ।