গত রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে। আজও চলছে বৃষ্টির দাপট। এরমধ্যে সোমবার দুপুরে আচমকা মিনি টর্নেডো আছড়ে পড়ল সাগরদ্বীপে। এদিন দুপুরে মিনিট দু’য়েকের শক্তিশালী ঝড়ে তছনছ হয়ে গেল সাগর দ্বীপের একাংশ। ক্ষতিগ্রস্থ হল বহু সরকারি কটেজ, দোকানঘর ও বাড়ি। তবে অল্পের জন্য় রক্ষা পেল কপিল মুনির মন্দির এবং আশ্রম। জানা যাচ্ছে, সোমবার সকাল ১০টা ৩৫ মিনিট নাগাদ আচমকাই সাগরের কপিল মুনির মন্দির থেকে সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তায় টর্নেডোর মতো ঝড় দেখতে পান
স্থানীয়রা। ভয় পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন অনেকেই। এরমধ্য়েই সেই টর্নেডো আছড়ে পরে মন্দির সংলগ্ন দোকান ও সরকারি পর্যটক আবাসের উপর। এলাকাবাসীর দাবি, মাত্র দু’মিনিট স্থায়ী হয়েছিল এই ঝড়। কিন্তু এর জেরে মন্দিরের পাশের পঞ্চায়েত সমিতির সাগর কটেজ পুরো তছনছ হয়ে গিয়েছে। অস্থায়ী কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ জানাচ্ছেন, আনুমানিক ১০ ফুট ব্যাসার্ধ নিয়ে ঘুরতে থাকে টর্নেডোটি। তবে কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে ছুটে গিয়েছেন সাগর ব্লকের আধিকারিকরা।