কলকাতা

মাধ্যমিকের প্রতিটি পরীক্ষাকেন্দ্রে ন্যূনতম ৩টি সিসিটিভি, অ্যাপের মাধ্যমে চলবে নজরদারি

মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এবার বিশেষভাবে সতর্ক মধ্যশিক্ষা পর্ষদ। আজ থেকে আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে এবারের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত যেখান থেকে পরীক্ষার্থীরা ঢুকবেন, প্রধান শিক্ষকের ঘরে এবং যে ঘরে প্রশ্ন পত্র রাখা থাকবে এই তিনটি ঘরে সিসিটিভি বসাতেই হবে।  অ্যাপের মাধ্যমেও এবার বিশেষভাবে নজরদারি করবে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রশ্নপত্র কখন দেওয়া হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা হচ্ছে কিনা, পরীক্ষা কেন্দ্রগুলি থেকে কোনও অভিযোগ আসছে কিনা- যাবতীয় বিষয় অ্যাপের মাধ্যমে সরাসরি জানাতে পারবেন পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকেরা।  গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ১০ লাখ ৯৮ হাজার ৭৭৫ জন। এবছর সেই পরীক্ষার্থীর সংখ্যা কমে হয়েছে ৬ লাখ ৯৮হাজার ৬২৮ জন। এ বছর মোট ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ৫৬হাজার ২১ জন। এবছর মোট ২৮৬৭ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রে নজরদারি শিক্ষক-শিক্ষিকাদের কী দায়িত্ব থাকবে তা নিয়ে বিস্তারিত গাইড লাইন দিয়েছে পর্ষদ। পাশাপাশি পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষার্থীরা বেরিয়ে যেতে পারলেও প্রশ্নপত্র নিয়ে বের হতে পারবেন না। এই মর্মে ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিকে নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা  ঘটলে সেই স্কুলের ছাত্র-ছাত্রীদের ফলাফল স্থগিত রাকা হবে বলেও পর্ষদের তরফে জানানো হয়েছে।