কলকাতায় করোনা সংক্রমিত ব্যক্তিদের অক্সিজেনের প্রয়োজন মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিল চেতলা অগ্রণী ক্লাব। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ক্লাব বলে পরিচিত চেতলা অগ্রণী ক্লাবের পক্ষ থেকে শুরু করা হল দুয়ারে অক্সিজেন পরিষেবা। বিনামূল্যে বাড়ি বাড়ি অক্সিজেন পৌঁছে দেওয়া হবে এই উদ্যোগের মাধ্যমে। বুধবার নিজের ক্লাবের এই পরিষেবার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, আপাতত ২০টি অক্সিজেন কনসেনট্রেটর জোগাড় নিয়ে এই পরিষেবা শুরু হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে বিনামূল্যে এই পরিষেবা দেবেন চেতলা অগ্রণী ক্লাবের সদস্যরা। তবে খুব তাড়াতাড়ি অক্সিজেন কনসেনট্রেটরের সংখ্যা আরও বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর সংযোজন, 9831104656 অথবা 7003868414 নম্বরে ফোন করে অক্সিজেনের প্রয়োজনীয়তা জানালেই বাড়িতে বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন কনসেনট্রেটর শহর কলকাতাতেও অক্সিজেনের ঘাটতি ফুটে উঠছে ক্রমশ। বিনা পয়সায় অক্সিজেন কন্সেনট্রেটর দেওয়া হচ্ছে বলে জানালেন রাজ্যের পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি জানিয়েছেন, যাদের অক্সিজেন কন্সেন্টেটরের কাজ শেষ হয়ে যাবে, তাঁরা ১০ দিন পর যেন সেটি ফেরৎ দিয়ে দেয়। কারণ আবার সেটি রিফিল করে পরবর্তী সময়ে যাদের প্রয়োজন তাঁদেরকে দেওয়া হবে। এরই মধ্যে ২ টি ফোন নম্বর দেওয়া হয়েছে, সেই ফোন নম্বরে যোগাযোগ করলেই সঙ্গে সঙ্গে যাদের অক্সিজেন প্রয়োজন তাঁদের বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন সিলিন্ডার। পাশাপাশি ফিরহাদ হাকিম জানিয়েছেন, প্রথমে এখানে এই ব্যবস্থা করা হয়েছে। পরে ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হবে এই অভিনব উদ্যোগকে। ফিরহাদ হাকিম বলেন, ”মানুষের সুবিধার্থে এই কাজ করা হচ্ছে। তবে মানুষকে অনেক বেশি সতর্ক ও সচেতন থাকতে হবে। তাঁরা নিজেরা যেন মাস্ক ব্যবহার করেন এবং যা যা কোভিড বিধি রয়েছে সেগুলো যেন মেনে চলেন।”