জেলা

দেগঙ্গায় বোমাবাজি, তৃণমূল কর্মীর নাবালক ভাইপোর মৃত

পঞ্চায়েত ভোটের আগে হিংসার বলি হল আরও এক জন। এবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় বোমা মেরে তৃণমূল কর্মীর নাবালক ভাইপোকে খুন করার অভিযোগ উঠল। অভিযোগের তীর আইএসএফ এবং সিপিএম’এর নির্দল জোট আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের বুধবার বারাসত আদালতে তোলা হবে।  জানা গিয়েছে, নিহত কিশোরের নাম ইবরাম হোসেন, ১৭ বছর বয়স তার। মঙ্গলবার রাতে দেগঙ্গার শোয়াইসেতপুর গ্রাম পঞ্চায়েতের গাঙার্টি গ্রামে মিছিল করে যাচ্ছিলেন তৃণমূল সমর্থকেরা। অভিযোগ সেই সময় আইএসএফ ও সিপিআইএম আশ্রিত দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে মিছিলে। সেই বোমা বিস্ফোরণের ফলে মিছিলে থাকা ১৭ বছরের ওই কিশোর জখম হয়। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দেগঙ্গা ব্লকের বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।