দেশ

অবশেষে খোঁজ মিলল অরুণাচলের নিখোঁজ কিশোরের, হদিশ দিল চিন

অবশেষে খোঁজ মিলল অরুণাচলের নিখোঁজ কিশোরের। খোঁজ দিয়েছেন চিনা সেনারাই । তাঁকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। রবিবার সকালে এমনটাই খবর সংবাদ সংস্থা এএনআই সূত্রে। ভারতীয় সেনার তেজপুরের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পান্ডে জানিয়েছেন, অরুণাচল প্রদেশের নিখোঁজ কিশোরের সন্ধান পাওয়া গিয়েছে। যোগাযোগ করেছে চিনা সেনাবাহিনী। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় সেনা কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন, আপার সিয়াং জেলার জিডো গ্রামের বাসিন্দা ওই কিশোরকে গত মঙ্গলবার পিএলএ অপহরণ করেছে। জেলা কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকজন যুবকের সঙ্গে সীমান্ত এলাকায় শিকার করতে গিয়েছিল মিরান। সে সময় চিনের সেনারা তাকে অপহরণ করে। এবার চিন তাকে খুঁজে বের করায় ভারতীয় সেনার দাবিরই সত্যতা প্রমাণ হল। এবার প্রোটোকল মেনে মিরানকে ভারতে ফেরানো হবে বলে জানা গিয়েছে।