দেশ

বিজেপির জাতীয় পদ পেলেন মিঠুন- দীনেশ- স্বপন- ভারতীরা, বিশেষ আমন্ত্রিত বেসুরো রাজীবও

 বিজেপির জাতীয় কার্যকারিণী সমিতিতে জায়গা পেলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী ৷ বৃহস্পতিবার বিজেপির তরফে এই সমিতির তালিকা প্রকাশ করা হয়েছে ৷ সেখানেই রয়েছে মিঠুনের নাম ৷ তাঁকে পশ্চিমবঙ্গের কোটা থেকে এই সমিতিতে জায়গা দিয়েছে বিজেপির (BJP) জাতীয় নেতৃত্ব ৷ মোট 80 জন সদস্য়ের নাম ঘোষণা করা হয়েছে ৷ তালিকায় পশ্চিমবঙ্গ থেকে মিঠুন ছাড়াও পাঁচজনের নাম রয়েছে ৷ তাঁরা হলেন, দীনেশ ত্রিবেদী, স্বপন দাশগুপ্ত, ভারতী ঘোষ, অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবং মুকুটমণি অধিকারী ৷ এখানে উল্লেখ করা যেতে পারে যে মিঠুন চক্রবর্তী বিধানসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগদান করেন ৷ যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কলকাতার ব্রিগেডে সভা করেন, সেইদিনই বিজেপিতে যোগদান করেন মিঠুন ৷ ওই সভায় মোদির সঙ্গেও তিনি ছিলেন ৷ বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে বিভিন্ন জায়গায় প্রচারও করেছেন ৷ অন্যদিকে দীনেশ ত্রিবেদীও ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন ৷ নির্বাচনী প্রচারেও অংশ নিয়েছেন ৷ এবার জাতীয়স্তরে বিজেপির সংগঠনে জায়গা পেলেন তিনি ৷ এদিন বিজেপি যে তালিকা প্রকাশ করেছে, তাতে আরও একটি উল্লেখযোগ্য নাম রয়েছে ৷ তিনি রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ হাওড়ার ডোমজুড়ের বিধায়ক ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন ৷ ভোটেও লড়েন ৷ কিন্তু হেরে যান ৷ তার পর থেকেই তাঁর বিরুদ্ধে দলবিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছে ৷ এমনকী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও করতে দেখা গিয়েছে তাঁকে ৷ অথচ তাঁকে জাতীয় কার্যকারিণী সমিতিতে বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে ৷ এছাড়া পশ্চিমবঙ্গ থেকে আরও পাঁচজনকে বিশেষ আমন্ত্রিত হিসেবে রাখা হয়েছে ৷ তাঁরা হলেন, জয়ন্ত রায়, অশোক লাহিড়ি, দেবশ্রী চৌধুরী, রূপা গঙ্গোপাধ্যায় ও মাফুজা খাতুন ৷ এছাড়া পশ্চিমবঙ্গ থেকে জাতীয় মুখপাত্র করা হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে ৷ আর জাতীয় সম্পাদক হিসেবে পশ্চিমবঙ্গ থেকে বহাল রয়েছেন অনুপম হাজরা ৷