জেলা

পুকুরে মাছ ধরা নিয়ে বচসা, বর্ধমানে পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুর স্থানীয়দের

খোদ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর বাড়িতে হামলা চালালো গ্রামবাসীরা৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি গ্রামের কামারহাটি গ্রামে৷ পুকুরে মাছ ধরার জন্য মন্ত্রীর বাড়িতে এক গ্রামবাসীকে মারধর করা হয়েছে, এই অভিযোগ তুলে এ দিন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের বাড়িতে রীতিমতো ভাঙচুর চালান গ্রামের বাসিন্দাদের একাংশ৷ গোটা ঘটনার কথা শুনে অবশ্য পঞ্চায়েত মন্ত্রী জানিয়েছেন, তিনি গ্রামের বাড়িতে মাঝেমধ্যে যান৷ ফলে মাছ ধরার অভিযোগে তাঁর বাড়িতে কাউকে মারধরের বিষয়টি তিনি জানতেন না৷ গোটা বিষয় খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী৷ শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা পিছু হঠেন৷সূত্রে খবর, গ্রামের এই বাড়িতে মন্ত্রীর পরিবারের কেউই থাকেন না৷ বাড়ি দেখাশোনার জন্য কয়েকজন কর্মীকে নিয়োগ করা আছে৷ তাঁরাই মারধর করেছে বলে অভিযোগ৷