দেশ

‘কৃষকদের সামনে বসার হিম্মত নেই, তাই ভার্চুয়াল বৈঠকের নামে লুকোচ্ছেন’, মোদিকে কটাক্ষ অধীরের

কৃষকদের ভুল বোঝানোর জন্য দায়ী করে তৃণমূল, বাম ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী ৷ মোদির বক্তব্যের পাল্টা প্রতিবাদ জানান লোকসভায় কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী৷ একইসঙ্গে তাঁর দাবি, কৃষকদের টাকা দেওয়ার যে যোজনা মোদি ঘোষণা করেছেন, তা নতুন কিছু নয় অনেক আগে থেকেই বাংলায় আছে ৷ কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো নিয়ে মোদির দাবি সম্পূর্ণ ভ্রান্ত বলে দাবি করেছেন অধীর ৷ তিনি বলেন, ‘বহুদিন ধরেই বছরে তিন বার ২ হাজার টাকা করে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে ৷ দেশের অনেক রাজ্যেই এই ব্যবস্থা রয়েছে ৷ মনে হচ্ছে মোদিজি এতদিনে জানতে পেরেছেন ৷ প্রধানমন্ত্রী কোনও নতুন কথা বলছেন না ৷’ কৃষকদের ভুল বোঝাচ্ছে কংগ্রেস ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই অভিযোগের জবাবে লোকসভায় কংগ্রেসের নেতা অধীর বলেন, ‘করোনা মহামারির কারণে বেহাল কৃষকদের অবস্থা ৷ আমাদের দাবি, কৃষকদের ঋণ মাফ করে দেওয়া হোক ৷ কৃষকেরা আজ আন্দোলনে নেমেছেন কিন্তু মোদিজির ওদের সঙ্গে বৈঠকে বসার সাহসটুকুও নেই ৷ কৃষকদের এতটা মূর্খ ভাববেন না যে ভার্চুয়াল বৈঠকের মন ভোলানো কথায় ওরা ভুলবে৷ ’ প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে অধীর আরও বলেন, ‘এক মাস হতে চলল দিল্লির এই ঠান্ডায় এরকম করুণ অবস্থায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকেরা ৷ লাখ লাখ কৃষকের এমন দুদর্শাতেও মন গলছে না কেন্দ্রের ৷ আমরা শুধু এইটুকুই চাইছি প্রধানমন্ত্রী ওদের সঙ্গে বসে ওনাদের কথা শুনুন ৷ কিন্তু তা না করে সমাধান বের না করে উনি উল্টে কৃষকদের উপরই মিথ্যে অপবাদ দিচ্ছেন ৷ আন্দোলনের ছবিকেই কলুষিত করতে চাইছেন ৷ ’ অধীর রঞ্জন চৌধুরীর মতে, ‘কেন্দ্র সরকারের নিজের জেদ ছেড়ে এই মানুষগুলোর কথা ভেবে একটু নমনীয় হওয়া দরকার ৷ নইলে সমস্যা কমার বদলে লাগাতার বেড়েই চলেছে ৷’