দেশ

বন্ধ হতে চলেছে ভারতীয় রেলের ৫টি প্রিন্টিং প্রেস, অনিশ্চয়তার মুখে ৮০০ কর্মীর ভবিষ্যৎ

ভারতীয় রেলের মোট ১৪টি প্রিন্টিং প্রেসের মধ্যে কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে ৯টি । বাকি ৫টিও এবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ওই পাঁচটি ঐতিহ্যশালী রেলওয়ে প্রিন্টিং প্রেসের মধ্যে একটি হাওড়ায়। বাকিগুলি রয়েছে মুম্বই, দিল্লি, চেন্নাই ও সেকেন্দ্রবাদে। ২০১৯ সালেই স্থির হয়েছিল এই পাঁচটি প্রিন্টিং প্রেস বন্ধ করে দেওয়া হবে। তবে ২০২২ সালে সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। চলতি সপ্তাহে ফের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, ওই পাঁচটি প্রিন্টিং প্রেস বন্ধ হয়ে যাবে। ফলে মোট সাড়ে ৮০০ কর্মীর ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়তে চলেছে। এই প্রিন্টিং প্রেসগুলিতে টিকিট সহ নানাবিধ নথিপত্র ছাপা হতো। ডিজিটাল হওয়ার পর এই সব ব্যবস্থা বেসরকারি হাতে দেওয়া হবে সিকিওরিটি প্রিন্টিং ব্যবস্থার আওতায়। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদিত সংস্থার কাছে। একইভাবে আগামী দিনে সরকারের অন্য পরিষেবা এবং নথিপত্রকেও ডিজিটাল ব্যবস্থায় নিয়ে যাওয়া হবে।