দেশ

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

বুধবার ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে প্রতিবেশী দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকে পাঠানো চিঠিতে মোদি লিখেছেন, এই দিনটি দু’দেশের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের সাক্ষী হয়ে রয়েছে। আর এটাই দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ভিত্তি গড়ে তুলেছে। নিজের বার্তায় প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের প্রসঙ্গও তুলেছেন। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা দু’দেশের সম্পর্কের পথপ্রদর্শক হয়ে রয়েছে। তা বিভিন্ন ক্ষেত্রে বিকশিত হয়েছে এবং দু’দেশের মানুষের কল্যাণে কাজে লেগেছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যূত হওয়ার পর বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যাবতীয় স্মৃতি ধ্বংস করার প্রবণতা ও ভারত বিরোধী মনোভাব বেড়েছে। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণেও মুজিবের নাম নেননি ইউনুস। তাই মোদির মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উত্থাপন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।