দেশ

‘মোদি শুধু নিজের বন্ধুদেরই বিকাশ ঘটাচ্ছেন’, কটাক্ষ রাহুলের

ভারত জিডিপিতে ওক ঐতিহাসিক ধাক্কা খেয়েছে। ক্রমাগত জিডিপির পতনে ভারতের অর্থনীতি কার্যত মুখ থুবড়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মোদি সরকারকে ফের একবার তোপ দাগলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী এদিন এক টুইটে দাবি করেন, মোদি শুধুই নিজের বন্ধুদের কথা শোবেন। আর তাঁদেরই বিকাশ ঘটাচ্ছেন। এরপর পারদ চড়িয়ে রাগুল গান্ধীর দাবি, আজ যখন দেশের যুব সমাজ নিজের হকের টাকার দাবিতে রোজগার চাইছেন, তখন মোদি চুপ করে রয়েছেন। রাহুল গান্ধীর দাবি যুব সমাজকে সমস্যাকে দেখছেন না মোদি। এর আগে, রণদীপ সুরজেওয়ালা দাবি করেন, ২ কোটি মানুষ চাকরি পাবে প্রতিবছর, বলে আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদি, তবে তা রাখতে পারেননি। কংগ্রেস দাবি করে, একের পর এক মোদি সরকার ভুল পদক্ষেপ নিয়েছেন দেশের যুব সমাজের ক্ষতি করে।