কলকাতা

মোদি-শাহর গুজরাতে অপরাধ সবচেয়ে বেশি, ধর্ষণের শীর্ষে আমেদাবাদ-উত্তরপ্রদেশ, বাংলায় নারীরা অন্য রাজ্যের থেকে সুরক্ষিতঃ মমতা

তৃণমূলের মহিলা ব্রিগেডকে সামনে রেখে আজ নারী দিবসে পদযাত্রা হয় কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। এদিন আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি মোদি সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, বিজেপি এসেছে বাংলা দখল করতে। আগে ওরা দিল্লি সামলাক। যতই করুক হামলা, জবাব দেবে বাংলা। যতই কর জুমলা, জবাব দেবে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, বাংলায় মেয়েরা সুরক্ষিত নয় বলছে! বাংলায় এসে মিথ্যে কথা বলছেন মোদি। এরাজ্যে মহিলারা সুরক্ষিত। এরাজ্যে মহিলারা সুরক্ষিত। বাংলায় নারীরা অন্য রাজ্যের থেকে সুরক্ষিত। তিনি বলেন, বাংলার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে কেন্দ্র। মোদি-শাহর গুজরাতে অপরাধ সবচেয়ে বেশি। ধর্ষণে শীর্ষে আহমেদাবাদ আর যোগী রাজ্য। বাংলায় এসে মিথ্যে কথা বলে মোদি-শাহ। বাংলায় মেয়েরা দিন-রাত সবসময় সুরক্ষিত। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন- মেয়েরা আমাদের গর্ব। নারীদের অধিকার রক্ষা আমাদের দায়িত্ব। মেয়েদের সম্মান রক্ষা আমাদের কর্তব্য। বাংলার মেয়েরা সুরক্ষিত না হলে ভোর ৪টে থেকে রাত ১২টা পর্যন্ত ঘুরতে পারত না! আগে দিল্লি সামলান, তারপর বাংলা।