দেশ

রাহানেদের সিরিজ জয় ‘আত্মনির্ভর ভারতের’ সব থেকে ভাল উদাহরণঃ প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের কাছে আত্মনির্ভর ভারতের বার্তা দিতে গিয়ে অস্ট্রেলিয়ায় অজিঙ্ক্যা রাহানের নেতৃত্বে ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়কে তুলনা হিসেবে ব্যবহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।ভিডিও কনফারেন্সের মাধ্যমে তেজপুর বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ পড়ুয়াদের ইতিবাচক মনোভাবের গুরুত্ব এবং আত্মনির্ভর ভারতের মাহাত্ম্য বোঝাতে অজি-বধের প্রসঙ্গ তুললেন মোদি।  অতিমারির বিরুদ্ধে ভারতের লড়াইয়ের সঙ্গেও সিরিজ জয়ের তুলনা হল। প্রধানমন্ত্রী বললেন, অতিমারির সময় দেশের মানুষ কী হবে না হবে তা নিয়ে আশঙ্কিত ছিলেন। শেষ পর্যন্ত দৃঢ়তা দেখিয়েছে দেশ। দেশে তৈরি প্রতিষেধক দিয়েই অবস্থার সামাল দেওয়া গেছে। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের কথা তুলে মোদি বলেন, ‘দেশের বিজ্ঞানীদের ওপর ভরসার ফলই হল এই প্রতিষেধক।’
বিশ্ববিদ্যালয় থেকে সফলভাবে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘আমরা স্বাধীনতার ৭৫ বছরের দিকে এগোচ্ছি। এখন থেকে তোমাদের এক নতুন ভারত, আত্মনির্ভর ভারতে বাস করতে হবে। এই ৭৫ থেকে ১০০ বছর হল দেশের যৌবনের সোনার সময়।’ মোদি বলেন, আত্মনির্ভর ভারত তৈরির জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ইতিবাচক মানসিকতা।  ইতিবাচক মানসিকতার প্রসঙ্গেই সিরিজ জয়ের কথা তুলে বলেন, ‘সেরা উদাহরণ আমাদের ক্রিকেট দল যারা এত বাধার সম্মুখীন হয়েছে। খারাপভাবে হারের পরেও কঠিন পরিস্থিতিতে ফিরে এসেছে। অভিজ্ঞতা কম ছিল, কিন্তু আত্মবিশ্বাসেভর করে ইতিহাস সৃষ্টি করেছে। এই ক্রিকেট-সাফল্য জীবনের এক বড় শিক্ষা। আমাদের মানসিকতা আগে ইতিবাচক রাখতে হবে।’ 

https://www.facebook.com/narendramodi/videos/440534770423374