মেট্রো রেলের নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হবে আগামিকাল, সোমবার ৷ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ২০১১-র বিধানসভা ভোটের আগে ২০১০-এর রেল বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো সংযোগ প্রকল্পের ঘোষণা করেছিলেন। ২০২১-এর বিধানসভা ভোটের আগে সোমবার নরেন্দ্র মোদী সেই নোয়াপাড়া-দক্ষিণেশ্বর প্রকল্পেরই উদ্বোধন করবেন।সেই কর্মসূচির ২৪ ঘণ্টা আগে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিস্তারিত তথ্য পোস্ট করা হল প্রধানমন্ত্রীর তরফ থেকে ৷ এই নিয়ে বেশ কয়েকটি টুইট করা হয়েছে ৷ তার কয়েকটি বাংলায়, আর কয়েকটি ইংরেজিতে রয়েছে ৷ প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, ‘‘হুগলি থেকে মেট্রো রেলের নোয়াপাড়া ও দক্ষিণেশ্বরের মধ্যে সম্প্রসারিত অংশটির উদ্বোধন করা হবে । এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দু’টি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে, তাই এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ । এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক ।’’