পঞ্জাবের মোহালিতে বহুতল ভেঙে পড়ার ঘটনায় কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে। এখনও চলছে উদ্ধারকাজ। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। গতকাল, শনিবার গভীর রাতে প্রথমে এক মহিলাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। তারপরে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আজ, রবিবার সকালে এক যুবকের মৃতদেহও ভেঙে পড়া ওই বহুতলের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংসস্তূপে সাত থেকে আটজন আটকে থাকতে পারে বলে অনুমান উদ্ধারকারীদের। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলা হিমাচল প্রদেশের থেওগের বাসিন্দা। তাঁর নাম দৃষ্টি ভর্মা। মৃত যুবকের নাম অভিষেক, তিনি হরিয়ানার আম্বালার বাসিন্দা বলে জানিয়েছে পুলিস। গতকাল, শনিবার বিকেলে মোহালিতে আচমকাই ভেঙে পড়ে চারতলা এই বহুতলটি। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিস ও দমকলে। পরে উদ্ধারকাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় উদ্ধারকাজে হাত লাগিয়েছে ভারতীয় সেনাও। দ্রুত উদ্ধারকাজের জন্য আনা হয়েছে একাধিক ক্রেন, জেসিবি। ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুলেন্সও। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বহুতল সংলগ্ন এলাকায় খোড়াখুড়ির কাজ চলছিল। সেই কারণেই ওই চারতলা বিল্ডিংটি ভেঙে পড়ে। গতকালের এই ঘটনার খবর পেয়ে দুঃখপ্রকাশ করার পাশাপাশি উদ্ধারকারীদের সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। ভেঙে পড়া ওই বহুতলের দুই মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস। ইতিমধ্যেই ৬০ শতাংশ ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।