খেলা

বাংলাদেশকে ৫ গোল দিয়ে ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই দাপুটে জয় মোহনবাগানের

ডুরান্ড কাপের শুরু থেকেই দাপুটে পারফরম্যান্স বজায় রাখল মোহনবাগান সুপার জায়ান্টস। বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ৫-০ গোলে জয়লাভ করে। মোহনবাগানের হয়ে গোল করেন লিস্টন কোলাসো, মনবীর সিং, সুহেল ভাট, হামতে এবং কিয়ান নাসিরি। এই জয়ের কারণে সবুজ-মেরুন সমর্থকেরাও যথেষ্ট উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। যুবভারতী ক্রীড়াঙ্গন বৃহস্পতিবার সন্ধ্যায় সবুজ-মেরুন আবিরে কার্যত ভরে গেল।ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী ফর্মে দেখতে পাওয়া যায় মোহনবাগান সুপার জায়ান্টসে। সবুজ-মেরুন ব্রিগেডের সামনে বৃহস্পতিবার বাংলাদেশের সেনাবাহিনী কার্যত দাঁড়াতেই পারল না। ম্যাচের শুরু থেকে মোহনবাগান ফুটবলারদের দাপট অব্যাহত ছিল। মাত্র ১৫ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন লিস্টন কোলাসো। ডানদিক থেকে তিনি একটি গ্রাউন্ড ক্রস শটে ১-০ গোলে দলকে এগিয়ে দিলেন। তবে এই গোলের ক্ষেত্রে রবি বাহাদুর রানার আলাদা করে প্রশংসা করতেই হবে। তিনি যেভাবে ক্রসটা লিস্টনের দিকে বাড়িয়েছিলেন, তা সত্যিই প্রশংসনীয়।১৮ মিনিটের মাথায় বাগানের ঝুলিতে আরও একটি গোল আসতে পারত। কিন্তু, সুহেল ভাটের শট গোলপোস্টে ধাক্কা লেগে ফিরে আসার কারণে সেই স্বপ্নপূরণ হয়নি। ম্যাচের ২৫ মিনিটে বিপদজনক পজিশন থেকে ফ্রি-কিক পেয়েছিল বাংলাদেশ। কিন্তু, সেই সুযোগ তারা কাজে লাগাতে ব্যর্থ হয়। অবশেষে ২৮ মিনিটে লালরিনলিয়াঙ্কাকে বক্সের মধ্যে বাজেভাবে ট্যাকল করেন বাংলাদেশের ডিফেন্ডাররা। এর ফলে মোহনবাগান একটা পেনাল্টি পেয়ে যায়। আর ২৯ মিনিটে সেই পেনাল্টি শট থেকেই দলের স্কোর ২-০ করে দিলেন মনবীর সিং। সল্টলেক স্টেডিয়ামের উল্লাস তখন আকাশ ভেদ করতে শুরু করেছে।৩৯ মিনিটে লিস্টন কোলাসের থেকে একটি অনবদ্য পাস পান সুহেল। তিনি বাংলাদেশের গোলকিপারের মাথার উপর দিয়ে চিপ করে বলটা বিপক্ষের জালে জড়িয়ে দেন। প্রথমার্ধে আরও ৪ মিনিট যোগ করা হলেও শেষপর্যন্ত আর ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান।দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে না হতেই আবারও শুরু হয় গোলের বন্যা। ৫৮ মিনিটে লিস্টন কোলাসোর থেকে বল পেয়ে হামতে দলের স্কোর ৪-০ করে দিলেন। ৭৫ মিনিটের মাথায় লিস্টন কোলাসোকে ফাউল করেন সাবির হোসেন। এরফলে ফ্রি-কিক পায় মোহনবাগান। কিন্তু, সেই সুযোগ তারা কাজে লাগাতে পারল না। তবে ৮৯ বাংলাদেশের কফিনে শেষ পেরেকটা পুঁতে দেন কিয়ান নাসিরি।