খেলা

মাচিন্দ্রা এফসিকে ৩-১ গোলে হারালো মোহনবাগান

মোহনবাগান –  (আনোয়ার-২, কামিন্স)

মাচিন্দ্রা এফসি –  (মেসৌকে)

জয়ে ফিরল সুপার জায়ান্ট মোহনবাগান। বুধবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের প্রিলিমিনারি পর্বের ম্যাচে মোহনবাগান ৩-১ গোলে হারিয়ে দিল নেপালের মাচিন্দ্রা এফসিকে ।  জোড়া গোল করে জয়ের নায়ক হয়ে গেলেন আনোয়ার আলি।  এদিন শুরু থেকই আক্রমণাত্মক মেজাজে শুরু করেছি সবুজ-মেরুন। ম্যাচের এক মিনিটের মধ্যে চলে এসেছিল গোলের সুবর্ণ সুযোগ। হুগোর সেন্টার থেকে বক্সের মধ্যে গোল করার সুযোগ পেয়েও তিনি বল পাঠিয়ে দেন বাইরে। এরপর একাধিক গোলের সুযোগ নষ্ট করেন সাহাল ও অজি বিশ্বকাপার জেসন কামিন্স। প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যে মোহনবাগানের ৩-০ গোলে এগিয়ে যাওয়ার কথা ছিল। তবে মাচিন্দ্রার গোলকিপার বিশাল শ্রেষ্ঠা এদিন যেন দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন তে-কাঠির নীচে। ৩৮ মিনিটে অবশেষে প্রথম গোল পায় মোহনবাগান। হুগো বুমোসের কর্নার থেকে আনোয়ার হেড করে গোল করে দলকে এগিয়ে দেন। তারপর ৪১ মিনিটে ফের আশিকের কাছে সুযোগ ছিল গোল করার। প্রথমার্ধে ১-০ এগিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে মোহনবাগানকে ২-০ গোলে এগিয়ে দেন কামিন্স। অবশেষে বিশ্বাকাপার মুখ রাখলেন। মাঝমাঠ থেকে থাপার পাস ধরে একা বল টেনে উঠে গোল করেন কামিন্স। বাগানের জার্সিতে প্রথম গোলের স্বাদ পেলেন তিনি। ৭৮ মিনিটে এক গোল শোধ করেন ওলাওয়ালের ফ্রি-কিক থেকে মাচিন্দ্রা স্কোর ১-১ করে। ম্যাচের পর জোড়া গোলের নায়ক আনোয়ার বলেন যে, মোহনবাগানের জার্সিতে প্রথম গোলের স্বাদ পাওয়া তাঁর কাছে ঐতিহাসিক দিন। তিনি অত্যন্ত খুশি হয়েছেন।