কলকাতা

ফিরহাদ হাকিমের কড়া বার্তায় বাস মালিকদের সুর নরম, আগামীকাল থেকে রাস্তায় নামবে আরও সাড়ে ৩ হাজার বেসরকারি বাস

রাজ্যে গণ পরিবহণকে সচল করতে বাস মালিকদের কড়া বার্তা দিয়েছেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। বাস মালিকদের দাবি ছিল বাড়াতে হবে বাস ভাড়া। কিন্তু কোভিড পরিস্থিতিতে বাস ভাড়া বাড়ুক চাইছে না রাজ্য সরকার। সে কথা বাস মালিকদের জানিয়ে দিয়েছেন ফিরহাদ হাকিম। তবে ফিরহাদ হাকিমের সঙ্গে আলোচনার পর বাস মালিকদের গলায় শোনা যাচ্ছে অন্য সুর। পথে বাস নামানোর বিষয়ে সম্মতি দিয়েছেন বাস মালিকরা। বেঙ্গল বাস সিন্ডিকেটের তরফে জানানো হচ্ছে, শনিবার অর্থাৎ আগামীকাল থেকে পথে নামানো হবে অতিরিক্ত বাস। প্রায় সাড়ে ৩ হাজার বাস আগামীকাল রাস্তায় নামছে। নিত্যযাত্রীদের কষ্ট অনেকটাই কমবে বলে মনে করছেন ওয়াকিবহল মহল।  প্রসঙ্গত,  বুধবার বিধানসভায় বাজেট পেশ করেছে সরকার। কোভিড পরিস্থিতিতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স ও অতিরিক্ত কর মকুব করা হয়েছে বাজেটে। সেক্ষেত্রে আলোচনার রাস্তা খোলা রাখতেই বেসরকারি মালিকরা সুর নরম করলেন বলে মনে করা হচ্ছে।