একুশের নির্বাচনের আগে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের সার্থকতা পরোক্ষে ভাবে স্বীকার করে নিয়েছে বিরোধীরাও। এবার সেই প্রকল্পেরই পরিসংখ্যান তুলে ধরল নবান্ন। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির মাধ্যমে সরকারি পরিষেবা পেয়েছেন এ রাজ্যের ১ কোটি ২০ লক্ষেরও বেশি মানুষ। এমনটাই দাবি করল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। জানানো হল, রাজ্যের এক কোটিরও বেশি বাসিন্দাকে বিভিন্ন পরিষেবা প্রদান করল ‘দুয়ারে সরকার’। সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত পরিষেবাপ্রাপ্ত মানুষের সংখ্যা ১ কোটি ২০ লক্ষ ৬৮ হাজার ৪২। এর মধ্যে স্বাস্থ্য সাথীর বিপুল চাহিদা চোখে পড়ার মতো। রাজ্য সরকার প্রকাশিত ‘দুয়ারে সরকার’ প্রকল্পের রিপোর্ট কার্ডে দেখা যাচ্ছে, স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় এসেছেন প্রায় ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭০১ জন। এর পরেই রয়েছে জাতি শংসাপত্র ও খাদ্য সাথী কার্ড প্রাপকের সংখ্যা। রাজ্যের প্রায় ১২ লক্ষ ২৪ হাজার ৩৪০ জন জাতি শংসাপত্র পেয়েছেন। খাদ্য সাথী কার্ড পেয়েছেন ১১ লক্ষ ৯ হাজার ১৯১ জন। ১০০ দিনের কাজের প্রকল্পের পরিষেবা পেয়েছেন ১০ লক্ষ ৩২ হাজার ৯২ জন। এদিন পর্যন্ত রাজ্যে ক্যাম্প হয়েছে ২১ হাজার ৮৫৭টি। ক্যাম্পগুলিতে ২ কোটি ২৫ লক্ষ ৭৮ হাজার ১৯৫ জন এসেছেন। স্বাস্থ্য সাথী কিংবা খাদ্য সাথীর পাশাপাশি শিক্ষাশ্রী, জয় জোহর, তফসিলি বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, মানবিক, কৃষকবন্ধু প্রকল্পের পরিষেবা নিতেও মানুষের আগ্রহ রয়েছে যথেষ্টই।