এবার করোনার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসও চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের। করোনা রোগীদেরাই বেশি করে এই ছত্রাকের কবলে পড়ছেন। মহারাষ্ট্রে এরই মধ্যে এই ভাইরাসের শিকার হয়েছেন ২ হাজারেরও বেশি মানুষ বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। এই ছত্রাকও ক্রমে সংক্রমণের আকার নিচ্ছে বলে মনে করছে মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রক। ছত্রাকের প্রোকোপে করোনা রোগীদের দৃষ্টি শক্তি কমে যেতে শুরু করে। অনেক ক্ষেত্রে মানুষ পুরোপুরি অন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, রাজ্যের মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত হাসপাতাল গুলিতে মিউকোরমাইকসিস হওয়া রোগীদের চিকিৎসা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ছত্রাকের দ্বারা সংক্রমণ থেকে ৫০% মানুষের মৃত্যু হয়েছে। ফলে যথেষ্ট গুরুত্ব দিয়েই এই রজার চিকিৎসা করতে হবে বলে মনে করছে মহারাষ্ট্র সরকার। এই ভাইরাসের চিকিৎসার একমাত্র ওষুধ হল ব্যবহার অ্যাম্ফোটেরিসিন বি। সেই ওষুধের যোগান বাড়ানো এবং দাম কমানোর ওপর জোর দিচ্ছে মহারাষ্ট্র সরকার।