কলকাতা

টাকা নিয়েছেন শুভেন্দু-সুজন, এ কথা বলতে মেয়েকে ‘চাপ’ দিচ্ছে সিআইডি!  সিবিআইকে চিঠি দিলেন দেবযানীর মা

সিবিআইকে চিঠি দিলেন দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায় । এই চিঠি সিআইডির বিরুদ্ধে ৷ তাঁর অভিযোগ, সিআইডি মেয়েকে মানসিক চাপ দিচ্ছে ৷ দেবযানী মুখোপাধ্যায় এই কথা তাঁর মা শর্বরী মুখোপাধ্যায়কে জানানোর পরেই সিআইডির বিরুদ্ধে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর এবং ডিআইজি সিবিআই-কে এই চিঠি দিয়েছেন দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়। সিবিআই ছাড়া জাতীয় মানবাধিকার কমিশনেও এই চিঠির একটি কপি তিনি পাঠিয়েছেন বলে নিজাম প্যালেস সূত্রে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, শুভেন্দু অধিকারী এবং সুজন চক্রবর্তীর নামে অভিযোগ করানোর জন্য সিআইডি তাঁর মেয়ে দেবযানী মুখোপাধ্যায়কে লাগাতার চাপ দিচ্ছে ৷ রাজ্য তদন্তকারী সংস্থার এই চাপের ফলে মানসিকভাবে ভেঙে পড়েছেন জেলবন্দি দেবযানী মুখোপাধ্যায় ৷ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং প্রবীণ বামনেতা সুজন চক্রবর্তীর নামে অভিযোগ না করলে সিআইডি দেবযানী মুখোপাধ্যায়কে আরও ন’টি মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছে । চিঠিতে শর্বরী মুখোপাধ্যায় স্পষ্ট উল্লেখ করেছেন, ২৩ অগস্ট দমদম জেলে গিয়ে এই চাপ দিয়েছে রাজ্য তদন্তকারী সংস্থা সিআইডি । ২০১৪ থেকে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা সিবিআই সারদা মামলার তদন্ত করছে ৷ তাই সারদায় অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা তাদের এই চিঠি লিখেছেন । প্রসঙ্গত উল্লেখ্য, সুদীপ্ত সেনের মালিকানাধীন সারদা গ্রুপ অফ কোম্পানিজ-এর ডিরেক্টর ছিলেন দেবযানী ৷ ২০১৩ সালের ২৩ এপ্রিল শ্রীনগর থেকে সুদীপ্ত সেন ও তাঁকে গ্রেফতার করা হয় ৷