দেশ

রাত ৮টায় বিমান অবতরণ অনুমতি মেলেনি, সকালেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক

পুরভোটের আগে উত্তপ্ত ত্রিপুরা। দিনভর জেরা শেষে রবিবার পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। এই খবরে আরও তপ্ত হয়ে উঠেছে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি। এই অবস্থায় দলের পাশে থাকতে রবিবার রাতেই ত্রিপুরায় যাওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সূত্রের খবর, শেষপর্যন্ত বিমান অবতরণের জটিলতায় তাঁর সফর বাতিল করতে হল। আগরতলা বিমানবন্দর সূত্রে খবর, সন্ধে ৭টার পর সেখানে কোনও বিমান অবতরণের অনুমতি নেই। অথচ অভিষেকের বিশেষ চাটার্ড ফ্লাইটের অবতরণের সময় ছিল রাত ৮টা। তাই বিমান নামার অনুমতি মেলেনি। এই নিয়মের বেড়াজালে আটকে তাই অভিষেক নিজেই সফর বাতিল করেন। জানান, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবারই তিনি যাবেন ত্রিপুরা।   পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবারই ত্রিপুরা যাবেন তিনি। তবে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হতে পারেন তৃণমূল নেতৃত্ব। সেই প্রস্তুতিও চলছে।