মডিফিকেশন অ্যাপ্লিকেশন নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফ্রেশ কজ অফ অ্যাকশনের পিটিশন দিতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে মামলায় এ-কথাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও পিটিশন খারিজ হয়নি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় আবেদন ফেরত পাঠিয়ে নতুন করে করতে বলা হয়েছে বলে একটি বিভ্রান্তি ছড়ানো হয়েছে। কিন্তু সেই বিভ্রান্তি কাটিয়ে স্পষ্ট বার্তায় তা সামাজিক মাধ্যমে জানিয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লেখেন, বিচারপতির মন্তব্য সংক্রান্ত মামলায় আগের রায়ের উপর একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়েছিলেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। রেজিস্ট্রার জানিয়েছেন মডিফিকেশন অ্যাপ্লিকেশন নয়, ফ্রেশ কজ অফ অ্যাকশনের পিটিশন দিতে। সেটা করা হচ্ছে। বিভ্রান্তি কাম্য নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুও জানান, আমাদের ফ্রেশ কজ অফ অ্যাকশনের পিটিশন দিতে হবে সুপ্রিম কোর্টে। আমরা সেই অনুযায়ী ফ্রেশ কজ অফ অ্যাকশনের পিটিশন তৈরি করছি।উল্লেখ্য, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে গত ১০ জানুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যেপাধ্যায়।