কলকাতা

কোন আইনে মমতাকে রোম যেতে বাধা দেওয়া হল? মোদি সরকারকে তোপ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী

 মুখ্যমন্ত্রীর পদের সঙ্গে অনুষ্ঠান সঙ্গতিপূর্ণ নয়। এই যুক্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি দেয়নি বিদেশ মন্ত্রক (MEA)।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রোম সফরের অনুমতি না দিয়ে এবার এক বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর রোষের মুখে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। তাঁর প্রশ্ন, কোন আইনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আটকানো হল? প্রশ্ন করেন বিজেপির রাজ্যসভার সাংসদ।  টুইটারে সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, “কেন পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে আন্তর্জাতিক কনফারেন্সে যোগ দিতে দেওয়া হল না? কোন আইনে তাঁকে আটকানো হল?” স্বামীর পাশে দাঁড়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “সুব্রহ্মণ্যম স্বামী একদম ঠিক কথা বলেছেন। বিদেশ মন্ত্রক অন্যায় করেছে অনুমতি না দিয়ে। এটা ঈর্ষার জন্য করেছে।” সুব্রহ্মণ্যম স্বামী মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “দলের পক্ষ থেকে যা উত্তর দেওয়ার আমরা দিয়েছি। সুব্রহ্মণ্যম স্বামী ধারাবাহিক ভাবে অনেক প্রশ্ন তুলছেন। তাঁর সম্পর্কে বলা আমার কোনও এক্তিয়ার নেই।”