দেশ

ভারতের ১০০ জন ধনীর তালিকায় প্রথম দুটি নাম মোদি ঘনিষ্ঠ মুকেশ আম্বানি ও গৌতম আদানির

ফোর্বস ম্যাগাজিনের বিচারে ভারতের ১০০ জন ধনী ব্যক্তির তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন মোদি ঘনিষ্ঠ রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পদের পরিমাণ ৯২.৭ বিলিয়ন মার্কিন ডলার। মুকেশ আম্বানি ২০২১ সালে তাঁর সম্পদ ৪ বিলিয়ন ডলার বাড়িয়েছেন। তালিকায় ২ নম্বরে রয়েছেন মোদি ঘনিষ্ঠ গৌতম আদানি। যাঁর মোট সম্পদের পরিমাণ ৭৪.৮ বিলিয়ন মার্কিন ডলার। এই দুই শিল্পপতিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির খুব ঘনিষ্ঠ। শিল্পপতি শিব নাদারও তৃতীয় স্থান ধরে রেখেছেন। তাঁর মোট সম্পদ এখন ৩১ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ডি মার্টের রাধাকৃষ্ণণ দামানি (২৯.৪ বিলিয়ন), পঞ্চম স্থানে সেরাম ইনস্টটিউটের কর্ণধার সাইরাস পুনাওয়ালা (১৯ বিলিয়ন), ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছেন যথাক্রমে লক্ষ্মী মিত্তাল (১৮,৮ বিলিয়ন), সাবিত্রী জিন্দাল (১৮ বিলিয়ন), উদয় কোটাক (১৬.৫ বিলিয়ন), পালনজি মিস্ত্রি (১৬.৪ বিলিয়ন) ও কুমার বিড়লা (১৫.৮ বিলিয়ন)। ওপি জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন সাবিত্রী জিন্দাল আবারও ১০ ধনী ভারতীয়র ক্লাবে চলে এসেছেন। ভারতের সবচেয়ে ধনী ব্যক্তিদের সমষ্টিগত সম্পদ করোনা অতিমারির দ্বিতীয় বছরে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফোর্বসের বিচারে, ভারতের ১০০ জন ধনীর মোট সম্পদের মূল্য ৭৭৫ বিলিয়ন মার্কিন ডলার।