দেশ

২৪ হাজার ৭১৩ কোটির বিনিময়ে ফিউচার গ্রুপের বিগ বাজার কিনে নিলেন মুকেশ আম্বানি

২৪,‌৭১৩ কোটির বিনিময়ে ফিউচার গ্রুপের খুচরো, পাইকারি, লজিস্টিক এবং ওয়্যারহাউজিং-এর ব্যবসা কিনে নিল মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিগত বেশ কয়েকদিন ধরেই দুই সংস্থার মধ্যে কথাবার্তা চলছিল। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ফিউচার গ্রুপের সঙ্গে বেশ কয়েকটি সংস্থা মিশিয়ে রিলায়েন্স এন্টারপ্রাইজ তৈরি করার চুক্তি হয়েছে। বিগ বাজার, ফুডহল, ব্র‌্যান্ড ফ্যাক্টরির মতো জনপ্রিয় দোকান ফিউচার গ্রুপের হাতে ছিল। খুচরো ব্যবসায় নিজেদের এলাকা ধীরে ধীরে বাড়িয়ে তুলেছে রিলায়েন্স। গত মে মাসেই অ্যামাজন ও ফ্লিপকার্টকে টেক্কা দিতে জিওমার্টের সূচনা করেছেন আম্বানি। সেইসঙ্গে ই-কমার্স ব্যবসায় ভিত মজবুত করতে অনলাইন ফার্নিচার সংস্থা আর্বান ল্যাডার ও মিল্ক ডেলিভারি স্টার্টআপ মিল্কবাস্কেট কেনার ইচ্ছা প্রকাশ করেছে মুকেশের রিলায়েন্স।