কলকাতা

মুকুল-সব্যসাচী-রাজীব গরহাজির দিলীপের ডাকা বৈঠকে

আজ হেস্টিংসে দলীয় কার্যালয়ে  রাজ্য স্তরের নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু, জয়প্রকাশ মজুমদার ছাড়াও উপস্থিত হয়েছেন সৌমিত্র খাঁ, দুলাল বরের মতো নেতারাও। কিন্তু বৈঠকের আমন্ত্রণ থাকা সত্ত্বেও দেখা মিলল না সব্যসাচী দত্ত, রাজীব ব্যানার্জি, মুকুল রায়ের। নেই শুভ্রাংশুও। তবে আজকের বৈঠকে সব জেলার সভাপতিরাও রয়েছেন। নেই শুভেন্দু অধিকারীও। তবে বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ভার্চুয়ালি তিনি বৈঠকে যোগ দিতে পারেন। যদিও শুভেন্দু অধিকারী গিয়েছেন দিল্লিতে। সেখানে তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেন। বাংলার আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আলোচনাও করেন। সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাতের জল্পনা রয়েছে। তবে এ প্রসঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‌হেস্টিংসে আজ দলের মিটিং রয়েছে তা সব জানত শুভেন্দু অধিকারী। কিন্তু তাও শুভেন্দু অধিকারী দিল্লি কেন গিয়েছেন আমার তা জানা নেই। দিল্লির নেতারা বলতে পারবেন কেন তাঁরা ডেকেছে শুভেন্দুকে। রাজনৈতিক মহলের মতে, এমনিতেই রাজ্য বিজেপি নেতারা রয়েছেন বেশ চাপে। কারণ গতকালই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানান, দলবদলু এবং বিজেপির জয়ী বহু বিধায়কও নাকি তৃণমূলে যোগ দিতে তৈরি। আর এধরণের মন্তব্যের পর থেকেই বিজেপির অন্দরে তৈরি হয়েছে গুঞ্জন। ঠিক কোন কোন বিধায়ক তৃণমূলে পা বাড়িয়ে। যদিও বিজেপির এ বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ।