চার বছর পর ঘরে ফেরা। বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় ফিরলেন তৃণমূলে। শুক্রবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে যোগদান করলেন মুকুল রায়ে। সঙ্গে পুত্র শুভ্রাংশুও। মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশু রায়কে দলে স্বাগত জানালেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। মুকুল রায় ও তাঁর পুত্র শুভ্রাংশুকে উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে যোগদানের পর তিনি বললেন, ‘বিজেপি থেকে বেরিয়ে খুব ভাল লাগছে। নতুন আঙিনায় এসেছি, পুরনো সহকর্মীদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আর এটা ভেবে ভাল লাগছে, বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে। বাংলা আবার আগের মতো চলবে। ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি করতে পারলাম না, করব না। তাই পুরনো দলে ফিরে এলাম।’ মুকুলের ঘরে ফেরা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
‘ মমতা বলেন, ‘মুকুল আমাদের ঘরের ছেলে, ঘরে ফিরল৷ আমরা অভিনন্দন জানাচ্ছি৷’ একই সঙ্গে তিনি দাবি করেন, মুকুল রায়ের সঙ্গে কোনওদিনও তাঁর ব্যক্তিগত মতবিরোধ ছিল না৷ ওকে ধমকে চমকে বিজেপিতে নেওয়া হয়েছে। ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিল, এখানে এসে ভালো লাগছে।’ মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, মুকুল নির্বাচনের সময়ে আমাদের দলের বিরুদ্ধে একটা কথাও বলেনি। এখানে চরমপন্থী-নরমপন্থী ব্যাপার আছে। যাঁরা মুকুলের সঙ্গে গেছিলেন তাঁরা ফিরতে চাইলে দল ভাববে। তবে যাঁরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে তাঁদের দলে নেওয়া হবে না। মুকুল আগে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন এখনও তাই করবেন। ওল্ড ইজ গোল্ড। জানা গিয়েছে শুধুমাত্র মুকুল রায় নন, আরও অনেক নেতাই তৃণমূলে ফিরবেন। আরও কত জন আসবে তৃণমূলে? এই প্রশ্নের জবাবে মকুল রায় জানালেন, আরও অনেকে তৃণমূলে যোগ দেবেন। আগামী দিনেই তা দেখা যাবে। শুভেন্দু অধিকারীকে নিয়ে মুকুল রায়কে প্রশ্ন করতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, সাংবাদিক বৈঠক শেষ।