পিএসির চেয়ারম্যান মুকুল রায়ের পদ খারিজ মামলা নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। সোমবার মামলা দায়েরের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দেন, তিনি এই মামলা শুনবেন না। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে। মুকুল রায়ের পিএসির চেয়ারম্যান পদ খারিজ নিয়ে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী। শুনানির আবেদন চেয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন বিরোধী দলনেতা। কিন্তু শুক্রবার সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই বিষয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করতে পারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতন সুপ্রিম কোর্টের সেই নির্দেশকে সামনে রেখে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন শুভেন্দুর আইনজীবী। যদিও বিচারপতি রাজশেখর মান্থা জানিয়ে দিয়েছেন, তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন না। যেহেতু প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলাটি বিচারাধীন রয়েছে। তাই মামলার শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।