মহারাষ্ট্রের রায়গড় জেলার কাজলাপুরা এলাকায় ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি৷ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে নামে NDRF এর চারটি দল৷ ৫ তলা বাড়িতে ৪৫টি ফ্ল্যাট ছিল ৷ আজ হঠাৎই উপরের তিনটি তলা ভেঙে পড়ে৷ NDRF এর এক আধিকারিক বলেন, ‘ কাজলাপুরা এলাকার একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে৷ ৫০ জন বহুতলে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে ৷’ মহারাষ্ট্রের মন্ত্রী অদিতি ঠাকরে জানিয়েছেন, ‘কমপক্ষে ৬০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তবে এখনও অন্তত ২৫থেকে ৩০ জন আটকে আছে বলে মনে করা হচ্ছে ৷ NDRF-এর তিনটি টিম ঘটনাস্থানে রয়েছে৷ আহতদের মধ্যে অনেকের চিকিৎসা চলছে ৷ কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ গুরুতর আহতদের মুম্বইয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ একটি স্পেশাল তদন্তকারী টিম গঠন করা উচিত ৷’