এটিকে মোহনবাগান: ১ (ডেভিড উইলিয়ামস)
মুম্বই সিটি এফসি: ২ (তিরি-আত্মঘাতী, বিপিন)
ফাইনালে মুম্বই সিটি এফসির কাছে ১-২ গোলও হেরে গেল এটিকে মোহনবাগান। বিরতির আগেই ডেভিড উইলিয়ামসের দুরন্ত গোলে লিড নিয়েছিল এটিকে এমবি। তবে সেই লিড খুইয়ে বসে কিছুক্ষণের মধ্যে। তিরি আরো একবার আত্মঘাতী গোল করে দলকে ডুবিয়ে দেন। এরপর ম্যাচের নির্ধারিত সময়ের একদম শেষ লগ্নে বিপিন মুম্বইয়ের হয়ে জয়সূচক গোল করে যান।১৮ মিনিটে খেলার গতির বিরুদ্ধেই এটিকে মেরিনার্সদের গোল করে এগিয়ে দিয়েছিলেন অজি স্ট্রাইকার ডেভিড উইলিয়ামস। রয় কৃষ্ণের প্রেসিং ফুটবলে তালমিল হারিয়ে ফেলেছিলেন মুর্তদা ফল, আহমেদ জানু এবং অমেয় রানাওয়াডে শ্লথগতির ডিফেন্ডিংয়ের সুযোগ নিয়ে কুশলী পাস বাড়িয়েছিলেন কৃষ্ণ। জোরালো শটে বল জালে জড়িয়ে দেন ডেভিড উইলিয়ামস। সেই গোলের রেশ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এটিকে এমবি। ২৯ মিনিটে নিজেদের অর্ধ থেকে আহমেদ জানু লম্বা বল বাড়িয়েছলেন। সেই বল ক্লিয়ার করতে গিয়ে হেডে নিজের জালেই বল জড়িয়ে দেন তিরি। আগুয়ান গোলকিপার অরিন্দম সেই শট রুখতে পারেননি। এই নিয়ে চলতি মরশুমে দুবার আত্মঘাতী গোল করে বসলেন স্প্যানিশ স্টপার। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হওয়ার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। মনবীর সিংয়ের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে চৈতন্য হারিয়ে ফেলেন মুম্বই ডিফেন্ডার অমেয় রানাওযাডে। শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয় তরুণ তারকাকে। এরজন্য খেলা প্রায় ১০ মিনিট বন্ধ থাকে। দ্বিতীয়ার্ধে দুই দলই হাড্ডাহাড্ডি লড়াইয়ে একাধিকবার প্রতিপক্ষ বক্সে হানা দিলেও গোলের দরজা খুলতে পারেনি। তবে খেলা শেষ হওয়ার আগেই মুম্বইকে চ্যাম্পিয়ন করার চাবিকাঠি দিয়ে যান পরিবর্ত হিসাবে নামা ওগবেচে। মাঝমাঠ থেকে লম্বা বল ভেসে এসেছিল এটিকে বক্সে। তিরি এবং সন্দেশ জিনঘান দুজনেই বলের কাছে ছিলেন। তবে ওগবেচের চাপে তালমিল হারিয়ে ফেলেন দুজনে। গোলকিপার অরিন্দমের জন্য বল ক্লিয়ার করার ভার ছেড়ে দেন তাঁরা। তবে অরিন্দম বল ক্লিয়ার করতে পারেননি। বরং ওগবেচে অরিন্দম এবং তিরিকে ড্রিবল করে বল বাড়িয়ে দেন আগুয়ান বিপিনের জন্য। সেখান থেকেই দারুণ ফিনিশিং বিপিন সিংয়ের।