বড় দুর্ঘটনা সোনু সুদের পরিবারে। সোনু সুদের স্ত্রী সোনালি সুদ আহত। মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার জেরে আহত হন সোনু সুদের স্ত্রী সোনালি। কতটা আহত সোনালি সুদ, কেমন আছেন তিনি, এই মুহূর্তে কোনও খবর মিলছে না। জানা যাচ্ছে, নাগপুরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে সোনালী সুদকে। সেখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে। সোনালীর সঙ্গে রয়েছেন তাঁর ভাইপো। তাঁরও আঘাত লেগেছে কি না, সে বিষয়ে খোঁজ মেলেনি। প্রসঙ্গত সোমবার রাতে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার মুখে পড়েন সোনু সুদের স্ত্রী। তাঁকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করার পরপরই নাগপুরে ছুটে যান অভিনেতা। গতরাত থেকে স্ত্রীর পাশেই সোনু সুদ রয়েছেন বলে খবর।
