মুম্বই সহ দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির কারণে স্তব্দ হয়ে পড়েছে জনজীবন। সেই সঙ্গে জলে ডুবে, পাঁচিল ভেঙে প্রাণ হারিয়েছেন বহু মানুষ। শুধুমাত্র মুম্বইতেই মারা গিয়েছেন ৩৩ জন। বাস, ট্রেন ও বিমান পরিষেবাও বিঘ্নিত হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় মুম্বই সহ দেশের একাধিক রাজ্যে ভারী বৃষটির পূর্বাভাস দিয়েছে মৌসম বিভাগ। মুম্বইতে ইতিমধ্যেই জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ভারী বৃষ্টির কারণে পানীয জল সরবরাহ পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন বৃহন্মুম্বই পুর নিগমের শীর্ষ আধিকারিকরা। উত্তরাখণ্ডেও তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত কয়েকদিন ধরেই দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে স্বাভাবিক জনজীবন বিঘ্নিত হয়ে পড়েছে। সোমবার সকালে ফের দুঃসংবাদ শুনিয়েছে মৌসম বিভাগ। এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৪ ঘন্টায় উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও বিহারের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বইতেও বেশ কয়েক ঘন্টা ধরে আতি ভারী বৃষ্টিপাত হতে পারে। যার ফলে দেশের বাণিজ্যিক রাজধানীতে কমলা সতর্কতা বা আরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।