কলকাতা

একগুচ্ছ কড়া বিধিনিষেধ নিয়ে নির্ধারিত দিনেই রাজ্যের ৪ পুরসভার ভোট

রাজ্যের দিন দিন বাড়ছে সংক্রমণ। গতকালই নবান্ন জারি করেছে বিধিনিষেধ। এই পরিস্থিতিতে কীভাবে এই ভোট হবে তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য সরকার । বৈঠক শেষে জানিয়ে দেওয়া হল, নির্ধারিত দিনেই হবে রাজ্যের সমস্ত পৌরভোট ৷ যদিও, কোভিড আতঙ্কে একগুচ্ছ নিয়ম বেঁধে দিল রাজ্য নির্বাচন কমিশন ৷ কাল রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দিয়েছিলেন, ভোট বাতিল করা হচ্ছে না ৷ করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে সুষ্ঠুভাবে ভোট করানোর দায়িত্ব রাজ্য নির্বাচন কমিশনের ৷ তারপরেই আজ পৌরভোটের ব্লু-প্রিুন্ট তৈরি করতে বৈঠকে বসেছিল সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন ৷

এক নজরে দেখে নেওয়া যাক বিধিনিষেধগুলি –

🟢 পাঁচজনের বেশি লোক নিয়ে বাড়ি বাড়ি প্রচার করা যাবে না

🟢 সাইকেল বা বাইক মিছিল করা যাবে না

🟢 সর্বাধিক ৫০০ জন লোকের উপস্থিতিতে জনসভা করা যাবে

🟢 কনফারেন্স হলে মিটিংয়ে থাকতে পারবেন সর্বোচ্চ ২০০ জন অথবা হলের ধারণক্ষমতার ৫০% ৷ দুটির মধ্যে কম সংখ্যাটি বেছে নিতে হবে

🟢 ভোটের প্রচারে রোড শোয়ে নিষেধাজ্ঞা

🟢 ভোটের তিনদিন আগে থেকে কোনও প্রচার নয়

🟢 মাস্ক পরা নিয়ে কড়াকড়ি

🟢 প্রতি পুরসভায় রাখতে হবে একজন করে নোডাল হেলথ অফিসার

🟢 কিছুক্ষণ অন্তর স্যানিটাইজ করতে হবে ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে