বিনোদন

আচমকা বুকে ব্যথা, হাসপাতালের ভর্তি এ আর রহমান

হাসপাতালে ভর্তি অস্কারজয়ী সুরকার এআর রহমান ৷ আচমকা বুকে ব্যথা শুরু হওয়ায় রবিবার তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় চেন্নাইয়ের থাউজেন্ড-লাইট অ্যাপোলো হাসপাতালে ৷ সেখানেই জরুরি বিভাগে ভর্তি রয়েছেন তিনি ৷ এআর রহমানের অসুস্থতার খবরে উদ্বেগে তাঁর অগণিত অনুরাগী ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অ্যাঞ্জিওগ্রাফি করা হয়েছে ৷ তাঁর হার্টের অবস্থা কেমন সেই সংক্রান্ত সমস্ত পরীক্ষা চলছে ৷ চিকিৎসকের একটি দল সুরকারের চিকিৎসার তত্ত্বাবধানে রয়েছেন ৷