গত মাসে ৪৪বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটার কিনতে চয়েছিলেন ইলন মাস্ক ৷ তবে টুইটার বোর্ডের সঙ্গে চুক্তির সেই অর্থ কমিয়ে দেওয়ার বার্তা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক ৷ সম্প্রতি মায়ামিতে এক টেকনলোজি কনফারেন্সে টেসলার মালিক জানিয়েছেন, অদূর ভবিষ্যতে চুক্তির অঙ্ক কমার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ কনফারেন্সে মাস্কের সেই মন্তব্যের ভিডিয়ো ক্লিপ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সম্প্রতি টুইটার কেনার চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখার কথা ঘোষণা করে মাইক্রোব্লগিং সাইট থেকে ‘স্প্যাম বট’ সরাতে উদ্যোগী হয়েছিলেন ধনকুবের ৷ প্ল্যাটফর্মটির ২২৯ মিলিয়ন অ্যাকাউন্ট মূল্যায়ন করে অন্ততপক্ষে ২০ শতাংশ অ্যাকাউন্ট স্প্যাম বটের তালিকাভুক্ত হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে প্রকাশ পেয়েছে ৷ যদিও সংস্থার সিইও পরাগ আগরওয়াল প্রাথমিকভাবে অঙ্কটা পাঁচ শতাংশেরও কম বলে জানিয়েছিলেন ৷ এদিকে মাস্কের চুক্তির অর্থ কমিয়ে টুইটার কেনার ভিডিয়ো সামনে আসতেই শুরু হয়েছে নানা জল্পনা ৷ টুইটার ব্যবহারকারীরা শঙ্কা প্রকাশ করছেন, তাহলে কি টুইটার কেনার চুক্তি বাতিলের জন্যই এসব করছেন মাস্ক নাকি সত্যিই চুক্তির অর্থ কমাচ্ছেন তিনি ৷ মাস্কের চুক্তির অর্থ কমাতে চাওয়ার বিষয়টি একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না ৷