জেলা মালদা

মালদার বামনগোলায় ৩০০জন বিজেপি-র নেতা-কর্মীরা যোগ দিলো তৃণমূলে

হক জাফর ইমাম, মালদা: মালদা জেলার বামনগোলায় বিজেপিতে আবার ভাঙন ধরালো রাজ্যের শাসক দল। বিজেপির শক্ত ঘাঁটি হবিবপুর বিধানসভার বামনগোলা ব্লকের আগুন ধরাল শাসকদল। বিধানসভার বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলের প্রায় ১০০টি পরিবার থেকে ৩০০জন বিজেপি কর্মী এদিন তৃণমূলে যোগদান করেন। এতে করে মালদা জেলার তৃনমূল কংগ্রেসের অনেকটাই শক্তি বৃদ্ধি পাবে বলে মনে করে তৃণমূল কংগ্রেস।হবিবপুর বিধানসভা বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত।গত পঞ্চয়েত নির্বাচনে এ বিধানসভা তৃনমূল কে নিশ্চিন্ করে বিজেপি ক্ষমতায় আসে । কিন্তু এবার বিধানসভা নির্বাচনে আগে বিজেপির ঘরে ভাঙন ধরালো তৃণমূল। এদিন বামনগোলা ব্লকের চাঁদপুর অঞ্চলে ছোটপাতারি প্রাইমারী স্কুল ময়দানে আনুষ্ঠানিক ভাবে এই যোগদান কমসূচী করা হয়। বিজেপি থেকে তৃনমূলে আসা কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হবিবপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল কিস্কু। এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক তৃনমূল কংগ্রেসের যুবনেতা সুজয় সাহা,পাকুয়াহাট অঞ্চলের সভাপতি শ্যামল মন্ডল, চাঁদপুর অঞ্চলের সভাপতি সাহেব হাঁসদা ছাড়াও বিভিন্ন কাযকরতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।এ বিষয়ে অমল কিস্কু দাবি করেন আগামী দিনে বামনগোলা ব্লকে কয়েক হাজার বিজেপি কর্মী তৃনমূল কংগ্রেসের যোগ দেবেন।